logo
আপডেট : 22, July 2023 12:09
ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও বৈশ্বিক উষ্ণতার কারণে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। বিশ্বের অর্ধেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও। শুক্রবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায় সংস্থাটি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে ‘কন্ট্রোল অব নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ’ বিভাগের বিশেষজ্ঞ ড. রমন ভেলাইউধান বলেন, ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর হাড় বেড়েছে আটগুণ। সারা বিশ্বে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু প্রতিহত না করা গেলে ভবিষ্যতে বিশাল আকার ধারণ করবে। সামনে হয়তো ডেঙ্গু কে মহামারি বলে ঘোষণা দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, 'আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী ১২৯ দেশের ৫২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি।'

এ সময় তিনি ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে পরামর্শ দেন। এই মশা ধ্বংসের সবচেয়ে কার্যকরী উপায় হবে এডিস মশার প্রজনন ক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করা। নাতিশীতোষ্ণ আবহাওয়া এই মশার বংশ বিস্তারের জন্য সবচেয়ে বেশি উপযোগী।

জেপি/নি-২২/প্লাবন