logo
আপডেট : 21, July 2023 13:04
নেইমার তার ছেলের নাম রাখবেন 'মেসি '

নেইমার তার ছেলের নাম রাখবেন 'মেসি '

আর্জেন্টিনা-ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বিতা কিন্তু মেসি-নেইমারের বন্ধুত্ব যে কতটা গভীর তার দৃষ্টান্ত পূর্বে বহুবার পাওয়া গেছে। 
কোপা আমেরিকার ফাইনালের মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন নেইমার। মেসির বিশ্বকাপ জয়ের পর বন্ধুকে খুদে বার্তা  পাঠাতে ভুলিনি তিনি। এবার নিজের ছেলের নাম 'মেসি' রাখবেন বলে ঘোষণা দিলেন নেইমার। অন্যদিকে ইন্টার মায়ামিতে শনিবার অভিষেক হবে মেসির।
 
সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেইজটিভির এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ছেলের নাম কি রাখবেন?  উত্তরে  নেইমার বলেন 'মেসি'। তার এই কথা থেকেই বোঝা যায় মেসির প্রতি তার কতটা ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা। ২০১৩ সালে বার্সেলোনা যোগ দেন নেইমার। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু। ২০১৭ নেইমার চলে যায়  ফরাসি ক্লাব পিএসজিতে। ২০২১ সালে মেসি যখন বার্সেলোনা ছাড়েন তারপর যোগ দেন পিএসজিতে।
 
এতদিন  ফরাসি ক্লাবে একসাথে খেললেও এখন আর এক সাথে দেখা যাবে না তাদের। কারণ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন মেসি।  শনিবার ভোর  ৬ টায় ইন্টার মায়ামি ও ক্রুজ আজুলের ম্যাচটিতে অভিষেক হতে পারে বিশ্বসেরা এই আর্জেন্টাইন তারকার।

জেপি/নি-২১/প্লাবন