কলম্বিয়ার রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্ব কুয়েটামের গ্রামীণ পৌরসভায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। খবর আল জাজিরার।
কান্দিনামার্কা প্রদেশের গভর্নর নিকোলাস গার্সিয়া বুস্টোস এক টুইট বার্তায় জানান, মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে এবং আহত ছয়জনকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অপারেশনাল ডিরেক্টর রিকার্ডো করোনাডো রয়টার্সকে বলেন, ১২টি মৃতদেহ উদ্ধার করেছি তার মধ্যে দুইজন শিশু।
ভূমিধসের কারণে বেশ কয়েকটি বাড়ি ধ্বসে পড়েছে। সেই অঞ্চলের প্রধান বাণিজ্যিক রুট বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী কর্মীরা ড্রোন দিয়ে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার এক টুইট বার্তায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।
জেপি/নি-১৯/প্লাবন