logo
আপডেট : 18, July 2023 13:02
শস্য চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

শস্য চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

ইউক্রেনের সাথে রাশিয়ার শস্য চুক্তি শেষ হওয়ায় ফের খাদ্য সংকটে পড়তে পারে গোটা বিশ্ব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। দাম বেড়ে যায় খাদ্যশস্যের। বেশি ভোগান্তিতে পড়ে দরিদ্র দেশগুলো।

পরে রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা চুক্তি হয় জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায়। এই চুক্তির ফলে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন। এবার এই চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া। যার ফলে ইউক্রেন এখন কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি করতে পারবে না। বেশ কিছু কারণ উল্লেখ করে চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় রাশিয়া। এই চুক্তি শেষ হওয়ার আগে শস্য বহনকারী শেষ জাহাজটি ছাড়ে গত রবিবার।

শস্য চুক্তির থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘটনার পর ক্রিমিয়ায় একটি সেতুতে দুইটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। তবে এর দায় এখনো স্বীকার করেনি কেউই।

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া।

জেপি/নি-১৮/প্লাবন