চলতি বছরের প্রথম ছয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।
দেশটির ইতিহাসে এর আগে বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) বন্দুক হামলায় এত নিহতের ঘটনা ঘটেনি।
মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং সংবাদমাধ্যম ইউএসএ টুডে কর্তৃক পরিচালিত একটি ডাটাবেজের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ৩৭৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ নিহত হয়েছেন মোট ১৪০ জন। যেখানে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ছিল ২৭ জন। মাত্র এক বছরের মধ্যে নিহতের সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি। নিহতদের সবাই ‘নির্বিচারে হত্যার’ (ম্যাস কিলিং) শিকার।
আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। এমনকি দেশটির স্বাধীনতা দিবসেও রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে ঘটেছে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা।
জেপি/নি-১৫/এমএইচ