logo
আপডেট : 05, July 2023 11:25
সাফের নবম শিরোপা ঘরে তুললো ভারত

সাফের নবম শিরোপা ঘরে তুললো ভারত

রোমাঞ্চকর এক ফাইনাল দেখল শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। কুয়েতকে টাইব্রেকারে পরাজিত করে নবম বারের মতো সাফ শিরোপা ঘরে তুললো ভারত। পুরো ম্যাচ জুড়েই দর্শকদের সমর্থন পেয়েছে ভারতীয় খেলোয়াড়রা। তাই ট্রাইব্রেকারের সময় বাড়তি চাপ সৃষ্টি হয়েছিল তাদের ওপর।

ম্যাচের ১৪ মিনিটে ভারতকে চমকে দিয়ে কুয়েত কে নিয়ে যায় শাবাইব আল খালদি। কিন্তু বিরতির আগেই সমতায় ফেরে ভারত। ৩৮ মিনিটে লালিয়ানজুয়ালা কুয়েতের জালে বল জড়ান। এরপর ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অনেক চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হয় দুই দলই। শিরোপা জয়ের জন্য তাদের খেলতে হয়েছে ১২০ মিনিটে। ১-১ সমতায় থাকার কারণে ম্যাচটি গড়ায় ১২০ মিনিট পর্যন্ত। এরপর ট্রাইব্রেকারে কুয়েতকে ৪-৫ ব্যবধানে পরাজিত করে ভারত।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপের ১৪ আসরের মধ্যে ১৩ আসরেই ফাইনাল খেলেছে ভারত। এই নিয়ে তারা শিরোপা জিতলো মোট ৯ বার।

জেপি/নি-৫/প্লাবন