logo
আপডেট : 05, July 2023 11:22
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা

ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়।

বলা হয়, বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, ‘একটি সার্বভৌম ও স্বাধীন মাতৃভূমিতে ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।’

একইসঙ্গে সংলাপ ও কূটনৈতিক উপায়ে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে সব পক্ষকে কাজ করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিকেরও বেশি।

জেপি/নি-৫/এমএইচ