logo
আপডেট : 04, July 2023 12:34
২০ বছরের মধ্যে সবচেয়ে বড় ইসরাইলি হামলা ফিলিস্তিনে

২০ বছরের মধ্যে সবচেয়ে বড় ইসরাইলি হামলা ফিলিস্তিনে

ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর জেনিনে শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

রোববার দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযান বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা। এতে কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

২ হাজার ইসরায়েলি সেনা এই অভিযানে অংশ নেয়। তাদের প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে স্থানীয় ফিলিস্তিনি যোদ্ধারা। ওইদিন বিকেল নাগাদ বন্দুক যুদ্ধের খবর পাওয়া যায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় ৯ জন নিহত ও ১০০ জনের মত আহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে 'এই অভিযান এখনই থামবে না। আগামী আরো দুই-তিন দিন চলতে পারে।'

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের শরণার্থী শিবিরে ১০ দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। দুই দশক আগে দ্বিতীয় ইন্তিফাদা পর জেনিন শহরে এ ধরনের বড় অভিযান আর ঘটেনি। এই শিবিরে প্রায় ১৮ হাজার শরণার্থী বসবাস করে। এরমধ্যে অভিযান শুরুর সময় তিন হাজার শরণার্থী শিবির ছেড়ে চলে গিয়েছে বলে খবর পাওয়া যায়।

জেপি/নি-৪/প্লাবন