logo
আপডেট : 04, July 2023 11:08
আফগানিস্তানে মেয়েদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ

আফগানিস্তানে মেয়েদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ

আফগানিস্তানের রাজধানী কাবুল এবং অন্যান্য প্রদেশে মেয়েদের বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান।

সোমবার (৩ জুলাই) স্থানীয় এক সংবাদমাধ্যমকে এ কথা বলেন তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার।

আকিফ মাজহার বলেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর এবং বিউটি পার্লারের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।

এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কয়েকজন মেকাপ আর্টিস্ট। তারা বলেন, পুরুষদের চাকরি না থাকায় অনেক পরিবারের মেয়েই বাধ্য হয়ে এসব কাজ করছেন। তাদের রুটিরুজি কে যোগাবে? অন্য আরেকজন বলেন, আপনারা কি চান আমরা মরে যাই?

আফগানিস্তানে মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয়, এনজিওতে কাজ করায় নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার এবার বিউটি পার্লারওি বন্ধ করে দিল ক্ষমতাসীন তালেবান সরকার।

তালেবানের এই সিদ্ধান্তের বিরোধীতাও করছে অনেক আফগান। অনেকে আবার বলছেন এমন কোনো পন্থা বের করতে যাতে ইসলাম বা দেশের কোনো ক্ষতি না হয় আবার কাজটিও করার সুযোগ থাকে।

জেপি/নি-৪/এমএইচ