logo
আপডেট : 03, July 2023 16:45
দাম কমলো এলপিজির

দাম কমলো এলপিজির

ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিইআরসি এই ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা করা হয়েছে। এতদিন যার দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। এলপি গ্যাসের নতুন নির্ধারিত এই দাম আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এছাড়া সরকারি এলপি গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকবে। কারণ হিসেবে উল্লেখ করা হয় সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকা এবং এর মূল্য সমন্বয়ে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকা।

এর আগে, গত ১ জুন বিকেল ৩টায় বিইআরসির ঘোষণা অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৭৪ টাকা করা হয়েছিল। যা আগে ছিল ১ হাজার ২৩৫ টাকা। সেবার ১৬১ টাকা কমানো হয়েছিল।

জেপি/নি-৩/এমএইচ