logo
আপডেট : 03, July 2023 14:30
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আজ সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মার্টিনেজ। ১১ ঘন্টার সফরে বাংলাদেশে এসে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস্ জয়ী এই গোলরক্ষক। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীকে নিজের অটোগ্রাফসহ একটি জার্সি উপহার দেন তিনি।

এর আগে, আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মার্টিনেজ। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। এরপর সকাল ৯টার দিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করেন তিনি। সেখানে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সাক্ষাৎকার দেন তিনি। এসময় এমির সাথে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এই পুরোটা সময় বৃষ্টি উপেক্ষা করে এমিকে এক নজর দেখতে ভিড় জমান তার ভক্তরা। তবে এই সফরে দর্শকদের জন্য কোনো আয়োজনই ছিল না।

জেপি/নি-৩/এমএইচ