আগামীকাল ঢাকায় পা রাখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একদিনের এই সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন এই তারকা। সংক্ষিপ্ত সফর সেরে সেই দিনই ভারতে যাবেন মার্টিনেজ।
ভারতীয় স্পোর্টস প্রোমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মূলত নিয়ে আসছেন মার্টিনেজকে। তিনি এক ফেসবুক পোস্টে জানান, মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজেই জানিয়েছিলেন মার্টিনেজ। মার্টিনেজ বলেন, 'আমার ভারতীয় উপমহাদেশ ভ্রমণ শুরু হবে আগামী ৩ জুলাই। বাংলাদেশ দিয়ে আমার ভ্রমণ শুরু হবে। বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব। রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফরে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নিব।’
অন্যদিকে তার আগমন উপলক্ষে কলকাতায় টিকিট কাউন্টার খুলতেই ২ ঘন্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়। ৩ জুলাই সাড়ে ৪টা নাগাদ মোহনবাগানের প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন মার্টিনেজ।
জেপি/নি-২/প্লাবন