logo
আপডেট : 27, June 2023 13:39
‘বিচারের মুখোমুখি হবেন’ ওয়াগনারের বিদ্রোহী নেতারা

‘বিচারের মুখোমুখি হবেন’ ওয়াগনারের বিদ্রোহী নেতারা

ওয়াগনার বাহিনীর বিদ্রোহী নেতাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২৬ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের প্রসঙ্গে একথা বলেন তিনি। তবে এসময় ইয়েভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ করেননি তিনি।

আগামী ১ জুলাই থেকে ওয়াগনার গ্রুপের সৈন্যদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার পরিকল্পনা করেছিল রুশ কর্তৃপক্ষ। এবিষয়ে প্রিগোজিন বলেন, তার গ্রুপ বা কমান্ডাররা কেউই মন্ত্রণালয়ের সঙ্গে কোনো চুক্তিতে সই করতে রাজি হননি।

তবে পুতিন বাহিনীটির নিয়মিত সেনাদের সুযোগ দিয়েছেন। তারা চাইলে রাশিয়ার সেনাবাহিনী যোগদান করতে পারবেন। আবার চাইলে তারা বেলারুশে বা নিজ দেশেও ফেরত যেতে পারবেন।

পুতিন বলেন, ‘আমি ওয়াগনার গ্রুপের সেই সৈন্য এবং কমান্ডারদের ধন্যবাদ জানাই যারা একমাত্র সঠিক স্দ্ধিান্ত নিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘রক্তপাত এড়াতে বিদ্রোহের শুরুতেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সংগঠকরা বুঝেছিলেন যে তাদের কাজগুলো অপরাধমূলক।’

এসময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ধন্যবাদ জানান তিনি।

জেপি/নি-২৭/এমএইচ