logo
আপডেট : 27, June 2023 12:57
আগস্টের শুরুতে দেশে আসবে বিশ্বকাপ ট্রফি 

আগস্টের শুরুতে দেশে আসবে বিশ্বকাপ ট্রফি 

ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাস। মঙ্গলবার (২৬ জুন) ভারতের মুম্বাইয়ে ঘোষিত হয় বিশ্বকাপের সময়সূচী। আইসিসি জানিয়েছে, এ দিন থেকেই শুরু হবে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। অন্যান্য বারের মতো এইবারও বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি। চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।

এই ঘোষণার আগের দিন ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপ ট্রফিটি উন্মোচন করা হয়। যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করবে।

মোট ১৮টি দেশ ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপে খেলা দেশ গুলো ছাড়াও কুয়েত বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালির মতো দেশ ভ্রমণ করবে ট্রফিটি। ৭ আগস্ট শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবে ট্রফিটি এবং ৯ তারিখ পর্যন্ত দেশেই থাকবে। ২৭ জুন থেকে ১৪ জুলাই ভারতের বিভিন্ন শহর ঘুরবে ট্রফিটি। এভাবে সব দেশ ভ্রমণ করে ৪ সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে ঐতিহাসিক এই ট্রফিটি। 

জেপি/নি-২৭/প্লাবন