হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দুইটি শহরে সহিংসার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছে ২৪ জন। যার ফলে এই দুইটি শহরে কারফিউ জারি করেছে হন্ডুরাস সরকার।
সোমবার (২৬ জুন) একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির চোলোমার শহরে একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এতে ১৩ জন নিহত হয়। অন্য দিকে একই দিনে দেশটির আরেকটি শহর সান পেড্রো সুলেসহতে সহিংসতার ঘটনা ঘটে। সেখানে নিহত হয় ১১ জন। চোলোমাতে ১৩ জনের মধ্যে ১২ জন পুরুষ ১ জন নারী।
এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শিওমারা কাস্ত্রো চোলোমায় ১৫ দিনের জন্য রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেন।
উল্লেখ্য, চলিত সপ্তাহে হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়। এক সপ্তাহের মধ্যেই দেশটির ব্যাপক সংখ্যক লোক প্রাণ হারালো।
জেপি/নি-২৬/প্লাবন