logo
আপডেট : 24, June 2023 17:52
রাশিয়ার রোস্তভ-অন-ডন দখলের দাবি ওয়াগনার গ্রুপের

রাশিয়ার রোস্তভ-অন-ডন দখলের দাবি ওয়াগনার গ্রুপের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন এক নতুন মোড় নিল। এতদিন রাশিয়ার সমর্থনে থাকা ওয়াগনার গ্রুপ হঠাৎ পাল্টে গেছে। ইউক্রেনীয় সেনাদের ওপর হামলার বদলে রুশ বাহিনীর ওপরই পাল্টা আক্রমণ শুরু করেছে তারা।

ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন ঘোষণা দিয়েছেন, তিনি যে কোন মূল্যে রাশিয়ার সেনাবাহিনী নেতৃত্বের পতন ঘটাবেন। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন এলাকার সামরিক দপ্তরে প্রবেশ করেছেন তিনি। এরই সাথে রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছেন প্রিগোজিন।

এমনকি গ্রুপটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থিত রোস্তভ-অন-ডন শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

এক ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এবং জেনারেল ভ্যালেরি গেরাসিমভ তাদের সাথে দেখা করতে না এলে তার সৈন্যরা সড়ক অবরোধ করে মস্কোর দিকে অগ্রসর হবে।

এ ঘটনায় প্রিগোজিনকে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে ক্রেমলিন প্রশাসন। এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়াকে যারা বিভক্ত করতে চাচ্ছে তাদের ‘কঠিন শাস্তি’ পেতে হবে। তিনি আরো বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির মুখে। ওয়াগনার গ্রুপের এসব কর্মকাণ্ড পিঠে ছুরিকাঘাতের মতো বলেও অভিহিত করেছেন তিনি।

জেপি/নি-২৪/প্লাবন