logo
আপডেট : 21, June 2023 12:11
ব্রাজিলকে এক হালি গোল দিলো সেনেগাল

ব্রাজিলকে এক হালি গোল দিলো সেনেগাল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের কাছে ৪-২ গোলে হারলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ছন্দহীন ফুটবল খেলেছে ব্রাজিল। অন্যদিকে উজ্জীবিত ফুটবল খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেনেগাল। 

পর্তুগালের লিসবনে (২০ জুন) রাতে ফিফার প্রীতি ম্যাচে মুখোমুখি হয় সেনেগাল ও ব্রাজিল। এই নিয়ে দ্বিতীয় বার দেখা তাদের। ২০১৯ সালে প্রথম দেখা হলেও সেই ম্যাচটি ড্র হয়। কিন্তু এবারের ম্যাচে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়লো সাদিও মানেরা।

সেনেগালের বিপক্ষে ১১ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিল কে প্রথম গোল এনে দেন পাকুয়েতা। কিন্তু সমতায় ফিরতে বেশি বেগ পেতে হয়নি সেনেগালের। বাঁ পায়ের শটে দুর্দান্ত ভলিতে গোলটি করেন হাবিব দিয়ালো। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। 

দ্বিতীয়ার্ধে শুরুতেই ৫২ মিনিটে এক আত্মঘাতী গোল করে বসেন মার্কুইনহস। তার এই গোলে দল আরো পিছিয়ে পড়ে। কিন্তু নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে বেশি দেরি হয়নি মার্কুইনহসের। ৫৮ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান তিনি। এর আগে, ৫৫ মিনিটে নিজ দলের হয়ে গোল করেন মানে। নিধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে নিকোলাস জ্যাকসনকে ফেলে দেন এডেরসন। সফল স্পট কিকে সাদিও মানের গোলের পর ৪-২ এ জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।

জেপি/নি-২১/প্লাবন