logo
আপডেট : 19, June 2023 12:12
ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে নেশন্স লীগ জিতল স্পেন 

ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে নেশন্স লীগ জিতল স্পেন 

শিরোপা জয়ের আশা যেন পূরণই হচ্ছে না লুকা মদরিচদের। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক শিরোপা জয় করতে ব্যর্থ হলো সে। আর এ সুযোগে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লীগের শিরোপা ঘরে তুলল স্পেন।

নেদারল্যান্ডসের রটারডামে ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে সবই ছিল। দৃষ্টিনন্দন ফুটবল, আক্রমণ পাল্টা আক্রমণ সবই হলো শুধু গোল টাই হলো না। ৯০ মিনিটে গোল করতে ব্যর্থ হয় উভয় দলই। এরপর ম্যাচ আরো ৩০ মিনিট বাড়িয়ে ১২০ মিনিটে লড়াই শেষে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেই টাইব্রেকারে ৪-৫ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। 

টাইব্রেকারে উভয় দলই প্রথম তিনটি শটে জালের দেখা পায়। কিন্তু চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়ার লভরো মাইয়ের। এর পরের শটে মার্কো আসেনসিও গোল করে স্পেনকে এগিয়ে নিয়ে যায়। চতুর্থ শট নেওয়া ইভান পেরিসিচ সফল হলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। তখনো স্পেনের হাতে একটি শট ছিল। এরপর দানি কারভাহাল লক্ষ্যভেদ করতেই উল্লাসে ফেটে পরে স্পেনের সবাই।

বিজয়ী দলের তরুণ সদস্যদের নিয়ে কোচ ডি লা ফুয়েন্তে বলেন, 'খেলোয়াড়রা জিততে অভ্যস্ত আগামী দিনগুলোতেও তারা জিততে থাকবে। আশাকরি ধারাবাহিকতা ধরে রাখতে পারব'। আর এই হারে আরো একবার স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে মাঠ ছাড়লো ক্রোয়েশিয়া।

জেপি/নি-১৯/প্লাবন