logo
আপডেট : 04, June 2023 12:13
ম্যানইউকে গুড়িয়ে এফএ কাপ জিতল সিটিজেনরা

ম্যানইউকে গুড়িয়ে এফএ কাপ জিতল সিটিজেনরা

এফএ কাপ ফাইনালে উঠে একরকম হুংকার ছেড়েছিলেন  ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ট্রেবল জয়ের আশা গুঁড়িয়ে দেবে তার দল। কিন্তু টেন হাগের সেই স্বপ্ন ভেঙে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি।

খেলা শুরুর সাথে সাথে দলকে এগিয়ে নিয়ে যায় ম্যানসিটির ইলকে গুন্ডোগান। ১২ সেকেন্ডর মাথায় দলকে প্রথম গোল এনে দেন তিনি। এই গোল করে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় দ্রুততম গোলের রেকর্ড করেন তিনি। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি পায় রেড ডেভিলরা । সেই পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। ১-১ গোলে দুই দল বিরতিতে যায়। 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ শুরু করে ম্যানসিটি। ৫১ মিনিটে বিশ্বের অন্যতম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার অসাধারণ এসিস্টে জালের দেখা পায় গুন্ডোগান।ম্যানসিটির হয়ে দুটি গোল করেন ইলকে গুন্ডোগান আর এই দুটি গোলে তাকে  সহায়তা করে ডি ব্রুইনা।

এরপর বারবার সমতায় ফিরতে চেষ্টা করলেও আর গোল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। 

১০ তারিখ দিবাগত রাত ১ টায় ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলে ১৯৯৮-৯৯ মৌসুমের পর প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে ট্রেবল জিতবে সিটিজেনরা।

জেপি/নি-৪/প্লাবন