logo
আপডেট : 03, June 2023 13:27
আজ দুই নগর প্রতিদ্বন্দ্বীর শিরোপার লড়াই

আজ দুই নগর প্রতিদ্বন্দ্বীর শিরোপার লড়াই

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ শনিবার (৩ জুন) ইতিহাসের রাত। এফএ কাপের ফাইনালে মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী। আজকের ম্যাচ জিতলেই পেপ গার্দিওলার সিটি ইতিহাসের দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

কিন্তু ফাইনালে উঠে একরকম হুংকার ছাড়লেন ম্যানচেস্টার ইউনাইটের কোচ এরিক টেন হাগ। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ট্রেবল জয়ের আশা গুঁড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা করলেন তিনি।

২০১১ সালে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ম্যানচেস্টার। ইয়াইয়া তুরের একমাত্র গোলে ম্যান ইউকে হারিয়ে দীর্ঘ ৩০ বছর পর এফএ কাপ ফাইনালে উঠেছিল ম্যান সিটি। সে বছর চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবছর দুর্দান্ত ফর্মে আছে দলটি। ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলবে গার্দিওলার শিষ্যরা। তাদের লক্ষ এবার ট্রেবল।

ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে ইউনাইটেডের ট্রেবল জয়ের রেকর্ড অটুট রাখতে চেষ্টায় কোনো কমতি থাকবে না, বললেন টেন হাগ। তবে প্রিমিয়ার লিগেও যে একটি লক্ষ্য আছে তার দলের, সেটিও তিনি জানিয়ে দিলেন। তিনি আরো বলেন আশা করি আমরা নিখুঁত ম্যাচ খেলব। 

অন্যদিকে গত জানুয়ারিতে ওল্ড ট্র্যাফোর্ডে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ২-১ গোলে হারও ভীষণ পোড়ায় তাঁকে। তাই তো গার্দিওলা ফাইনালের সংবাদ সম্মেলনে বলেন, ‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ ইউনাইটেডকে ঘিরে। চেলসির বিপক্ষে তাদের খেলা দেখেছি। তাদের খেলায় আমি মুগ্ধ। আর অতীতের কথা ভেবেও আমাদের সতর্ক থাকতে হবে।

তবে এখন সিটি-ই ফেভারিট। তাই সিটিজেনদের আটকাতে গেলে কঠিন পরীক্ষা দিতে হবে রেড ডেভিলদের।

জেপি/নি-০৩/প্লাবন