logo
আপডেট : 02, June 2023 13:40
মে মাসে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

মে মাসে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা

চলতি বছরের মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যার পরিমাণ ১৮ হাজার ২৬৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলার। এছাড়া, ৬৮ লাখ ৫০ হাজার ডলার এসেছে বিদেশী খাতের ব্যাংকগুলোর মাধ্যমে।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে এসেছিল ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার।

প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে বেশি পছন্দ করে। খোলাবাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম কম দেওয়া এর প্রধান কারণ।

জেপি/নি-০২/এমএইচ