logo
আপডেট : 29, May 2023 16:32
পিসিবির ‘হাইব্রিড’ মডেলে রাজি নয় বিসিসিআই

পিসিবির ‘হাইব্রিড’ মডেলে রাজি নয় বিসিসিআই

এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া হাইব্রিড মডেলে রাজি ভারতীয় ক্রিকেট বোর্ড, কিছুদিন আগে এমনই এক খবর প্রকাশ হয়েছিল পাকিস্তানের সংবাদ মাধ্যমে। তবে এবার পাওয়া গেল নতুন খবর। পিসিবি’র দেওয়া হাইব্রিড মডেলে রাজি নয় বিসিসিআই। ভারত চায় এশিয়া কাপ হোক একটি নিরপেক্ষ ভেন্যুতে।

জয় শাহ একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সেক্রেটারি। বিসিসিআই সচিব জয় শাহ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানদের কাছে ভারতের অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এসিসি’র একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান এরই মধ্যে পিসিবিকে জানিয়েছেন তাদের ম্যাচগুলো পাকিস্তানে খেলতে আপত্তি নেই। কিন্তু ভারত এই প্রস্তাবে আগ্রহী নয় তাই অচলাবস্থা এখনও কাটেনি।’

১ থেকে ১৭ সেপ্টেম্বর পাকিস্তানে এই আসর হওয়ার কথা রয়েছে। তবে ভারত সরকার ‘রাজি নয়’ কারণ দেখিয়ে বিসিসিআই পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত গত বছরই জানিয়ে দেয়। এ নিয়ে কয়েক মাস ধরে দুই বোর্ডের মধ্যে পাল্টাপাল্টি যুক্তিতর্কও চলে।

পাকিস্তান নিজেদের মাঠে চারটি প্রাথমিক পর্বের ম্যাচ ও দুটি সুপার ফোর পর্বের ম্যাচ আয়োজন করবে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালও হবে নিরপেক্ষ ভেন্যুতেই। এ বিষয় নিয়ে অনেক দিন যাবত আলোচনা-সমালোচনা চলছে।

জেপি/নি-২৯