logo
আপডেট : 27, May 2023 14:38
মুম্বাই কে গুড়িয়ে ফাইনালে গুজরাট

মুম্বাই কে গুড়িয়ে ফাইনালে গুজরাট

লখনৌ সুপার জায়ান্টসকে এলিমিনেটরে বাতিল করে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সময়মতো জ্বলে উঠতে পারলো না রোহিত শর্মার দল। মুম্বাইকে গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে নাম লিখিয়েছে গুজরাট টাইটান্স।

টস জিতে গুজরাট কে ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা। সেই সুযোগকে কাজে লাগায় গুজরাট। মুম্বইয়ের বিরুদ্ধে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে শুভমন গিল এখন এই মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে এসেছেন। গুজরাটের মোট রান ছিল ২৩৩। ফাইনালে ওঠার জন্য মুম্বাইয়ের লক্ষ্য ছিল ২৩৪ রানের।

জবাবে ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট হয় মুম্বাই। ১৫তম ওভার পর্যন্ত লড়াইটা জিইয়ে রেখেছিলেন সূর্যকুমার যাদব। ১৪.২ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান ছিল মুম্বাইয়ের। সূর্যকুমার যাদব ৩৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬১ করে ফেরেন। বিধ্বংসী বোলিং করা মোহিত মাত্র ১০ রানে একাই নেন ৫টি উইকেট। দুইটি করে উইকেট পান শামি ও রশিদ। এরই মধ্য দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে গুজরাট। ২৮ মে ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে হার্দিক পান্ডিয়ার দল। 

জেপি নিউজ/নি-২৭/প্লাবন