logo
আপডেট : 23, May 2023 15:20
কেন বারবার বর্ণবাদের শিকার ভিনি?

কেন বারবার বর্ণবাদের শিকার ভিনি?

রিয়াল মাদ্রিদ গত রবিবার তাদের সর্বশেষ লা লীগার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ব্যাপক বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান মাদ্রিদ উইঙ্গার ভিনিসিউস জুনিয়র। তবে বর্ণবাদের প্রতিবাদ মাঠেই বেশ জোরেশোরে করেছেন ভিনি। যার ফলে ম্যাচ শেষে লালকার্ড দেখেছেন তিনি। চলতি মৌসুমে অনেকটা সময় ধরেই লা লিগায় বর্ণবাদের শিকার হয়ে আসছেন ভিনিসিউস। যে লিগ ছিল একসময়কার সব কিংবদন্তিদের বিচরণ ভূমি তা এখন বর্ণবাদের ভূমিতে পরিণত হয়েছে।


রবিবার ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় রিয়াল মাদ্রিদের ১–০ গোলে হারের ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রতিপক্ষের মাঠে রিয়ালের খেলা মানেই যেন সেখানে ভিনিসিউসকে ঘিরে বর্ণবাদী আচরণ। গ্যালারি থেকে তাঁকে ‘বানর’ বলে কটূক্তি করা হয়েছে।


ম্যাচের ৭০ মিনিটে কুমার্টকে হলুদ কার্ড দিলে ফ্রি কিক পায় রিয়াল। সেই ফ্রি কিক নেওয়ার প্রস্তুতির সময়ই হঠাৎ ভালেন্সিয়ার গোলবারের পেছনে গ্যালারির এক দর্শকের দিকে বেশ উত্তেজিতভাবে ছুটে যান ভিনিসিউস। ছুটে গিয়ে গ্যালারির দিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে থাকেন তিনি। কোচ কার্লো আনচেলত্তি ও সতীর্থদের সঙ্গে আলোচনার পর আবার খেলা শুরু করেন ভিনি। একটু পরেই আবার মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। সেই ঘটনায় এক পর্যায়ে লাল কার্ড দেখেন ভিনিসিউস।


তবে এই ঘটনায় ক্ষোপ প্রকাশ করেছে ফিফা বস। জিয়ানি ইন্ফান্তিনো বলেন, ফুটবলে বর্ণবাদের কোন স্থান নেই। ভিনির পক্ষ নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। বর্তমান সাবেক অনেক ফুটবলার ভিনির পক্ষে গর্জে উঠেছে।

জেপি/নি-২৩/ডেস্ক