logo
আপডেট : 14, May 2023 16:09
শিগগিরই পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: কৃষি সচিব

শিগগিরই পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: কৃষি সচিব

কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, শিগগিরই পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে । কৃষকের স্বার্থ বিবেচনা করে পিয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রবিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পিয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় কৃষি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশের অভ্যন্তরে পিয়াজের বাজার সব সময় মনিটর করছি। এ মুহূর্তে বাজারে পিয়াজের দাম কিছুটা বেশি। কয়েকদিনের মধ্যেই পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।

সভায় পিয়াজের উৎপাদন, চাহিদা ও আমদানির তথ্য তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় জানানো হয়, গত দুই বছরে দেশে পিয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। এ বছর দেশে পিয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। আর বর্তমানে মজুদ আছে ১৮ লাখ ৩০ হাজার টন।

এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্ৰ বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার উপ-সচিব মুনসুর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেপি  নিউজ ২৪ ডটকম/ডেস্ক