logo
আপডেট : 11, May 2023 12:49
বজ্রপাত থেকে বাঁচতে যা যা করবেন

বজ্রপাত থেকে বাঁচতে যা যা করবেন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে মৃত্যু বেড়েই চলেছে। চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত বজ্রপাত বেশি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে মারা যান দেড়'শোর মত মানুষ। এসব মৃত্যুর বেশিরভাগই ঘটে হাওর অঞ্চলে। মানুষ ছাড়াও বজ্রপাতে প্রচুর গবাদি পশুও মারা যায়।

মৃত্যুর সংখ্যা বিচার করে বাংলাদেশ সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। বজ্রপাত এতটাই আকস্মিক ঘটনা যে এক্ষেত্রে করণীয় কিছু থাকে না। তবে বজ্রপাত থেকে বাঁচার জন্য সবাইকে সতর্ক হতে হবে।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়-

১. মুঠোফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ ও বিদ্যুতের সুইচ বজ্রপাতের সময় বন্ধ রাখতে হবে। 

২. বজ্রপাতের সময় বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন। 

৩. বজ্রপাতের শব্দ শুনলে খোলা জায়গা থেকে সরে আসুন।

৪. এসময় পানির সংস্পর্শে থাকবেন না। 

৫. বাড়ির জানালা বন্ধ রাখুন। বজ্রপাতের সময় জানালা ধরবেন না। 

৬.বজ্রপাতে আহত হয়েছে এমন ব্যক্তিকে স্পর্শ না করাই ভালো। 

৭. টিনের বাড়িতে থাকলে টিন স্পর্শ করা যাবে না। 

৮. বজ্রপাতের সময়ে মাঠে আটকে পড়লে তৎক্ষণাৎ শুয়ে পড়ুন।

৯. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে অন্তত চার মিটার দূরে থাকতে হবে।

১০. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন করে রাখুন।

এই বিষয়গুলো মেনে চলতে পারলে বজ্রপাতের সময় দূর্ঘটনা এড়ানো সম্ভব। এই বিষয়ে আমাদের সকলের সচেতন থাকতে হবে।

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক