logo
আপডেট : 10, May 2023 12:18
ড্র দিয়ে শেষ হলো সিটির বার্নাব্যু মিশন

ড্র দিয়ে শেষ হলো সিটির বার্নাব্যু মিশন

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের বেনজেমা ও ম্যানসিটির হল্যান্ড কেউই নিজেকে মেলে ধরতে পারেনি। ম্যাচের পুরোটা সময় তাদের দুজনের দিকে নজর থাকলেও তারা উভয়ই গোল করতে ব্যর্থ হন। রিয়ালের হয়ে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ও সিটির হয়ে কেভিন ডি ব্রুইনা একটি করে গোল করেন। এতে প্রথম লেগে ১-১ গোলে করে ম্যাচটি ড্র হয়। 

ম্যাচের প্রথম ২০ মিনিটে সমানে আক্রমণ করেও গোলের দেখা পায়নি সিটি। এই সুযোগে নিজেদের অবস্থান শক্ত করতে থাকে রিয়াল। ম্যাচের ৩৬ মিনিটে কামাভিঙ্গার পাসে বক্সের মুখ থেকে বুলেট গতির অসাধারণ এক শটে গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস। গোলের উদ্দেশ্যে এটাই ছিল তাদের প্রথম ও প্রথমার্ধে একমাত্র শট।

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫২তম মিনিটে ডান দিক থেকে ডি ব্রুইনার দুর্দান্ত শট অবশ্য ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে কিছুক্ষণ পর ঠিকই সমতায় ফেরে সফরকারীরা। ৬৭তম মিনিটে গুনদোয়ানের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জালে পাঠান ডি ব্রুইনা।

পরের কিছু সময় ম্যানসিটি ম্যাচে কর্তৃত্ব করে। গোল মুখে তারা আক্রমণও করেছে বেশি। শেষটায় আবার রিয়াল মাদ্রিদ গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু গোল করতে পারেনি। দুই গোলরক্ষকই দুর্দান্ত কিছু সেভ দিয়েছেন। এরফলে ম্যাচটি শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মধ্য দিয়ে।

ফিরতি লেগের লড়াইয়ে বুধবার (১৭ মে) রাতে ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ণয় করা যাবে।