logo
আপডেট : 09, May 2023 17:15
ইমরান খান গ্রেফতার

 ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান। নিরাপত্তার স্বার্থে শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মঙ্গলবার (৯ মে) দেশটির রাজধানী ইসলামাবাদ হাই কোর্টের ভেতর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা।

এদিন একাধিক মামলায় জামিনের জন্য হাইকোর্টে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান। সেখান থেকে তাকে ধাক্কাতে ধাক্কাতে একটি কালো গাড়িতে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।এর আগে ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এনএবি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ বাট।

ইমরানকে গেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। পিটিআই নেতা আজহার মাসওয়ানি বলেন, ইমরানকে আদালতের ভেতর থেকেই তুলে নেওয়া হয়। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে এখনই মাঠে নামতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ইমরানের আইনজীবীর ভিডিও প্রকাশ করে লেখা হয়, আদালতের সামনে তিনি ‘বাজেভাবে জখম’ হয়েছেন।

ইমরান খানকে গ্রেফতারের পর বিষয়টি আমলে নেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক। তিনি ‘১৫ মিনিটের মধ্যে’ ইসলামাবাদের আইজি এবং স্বরাষ্ট্র সচিবকে আদালতে উপস্থিত হতে বলেন।

ইমরানকে গ্রেফতারের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার নির্দেশও দেন প্রধান বিচারপতি। এর আগে লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসভবনে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালালেও ব্যর্থ হয় পুলিশ। সে সময় গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেও আজ আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

জেপি নিউজ ২৪ডটকম/ডেস্ক