বলিউড অভিনেতা সালমান খান’কে হত্যার হুমকি দিয়েছে গোল্ডি ব্রার নামের এক ব্যক্তি। এরপর থেকেই ওই অভিনেতা নিরাপত্তা বাড়িয়ে বাতিল করা হয় একাধিক শো। জানা গেছে, মার্চ মাসে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে মেইল পাঠিয়েছিলেন গোল্ডি ব্রার নামের ওই ব্যক্তি। এবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের নামে লুকআউট নোটিস জারি করা হল।
বহুদিন ধরেই সাল্লু ভাইজানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতদিন এই বিষয়ে কিছু না বললেও অবশেষে মুখ খুললেন অভিনেতা। আপ কী আদালত শোতে তিনি নিজের ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা নিয়ে কথা বলেন। তিনি জানান, হত্যার হুমকি পেলে মুম্বাই পুলিশ তাকে নিরাপত্তার জন্য এই সুরক্ষা দিয়েছে।
সালমান তার বক্তব্যে বলেন, “ইন্সিকিউরিটির তুলনায় সুরক্ষা অনেক ভালো। এখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। কিন্তু সেটার থেকে বড় কথা আমি যখন কোথাও যাই, সুরক্ষার জন্য আমার সঙ্গে এত লোক, গাড়ি থাকে যে অন্য লোকেদের তাতে অসুবিধা হয়। লোকজন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায়। কিন্তু আমি আমার ভক্তদের জানাতে চাই আমার জীবন নিয়ে একটা অনিশ্চয়তা আছে বলেই এই ব্যবস্থা।”
তিনি ওই শোতে আরও বলেন, “আমাকে যা যা করতে বলা হয়েছে আমি ঠিক সেটাই করছি। ‘কিসি কা ভাইজান কিসি কি জান’ ছবিতে একটা ডায়লগ আছে ওরা ১০০ বার ভাগ্যের জোরে বাঁচতে পারে। আমি একবার। তাই আমায় সতর্ক থাকতে হয়।” ঈদের সময় মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাইজান কিসি কি জান’ ছবি। এতে তার সঙ্গে পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, পলক তিওয়ারি প্রমুখকে দেখা গেছে।
জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক