logo
আপডেট : 08, May 2023 17:17
নকল ও অবৈধ পণ্য বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড  

নকল ও অবৈধ পণ্য বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড  

মানিকগঞ্জ সদর উপজেলায় নকল ও অবৈধ প্রসাধনী বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
সোমবার (৮ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সদর উপজেলার কাটিগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন। 
 
জেলা ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাটিগ্রাম বাজারে কয়েকটি দোকানে নকল ও অবৈধ পণ্য বিক্রি হয় । এমন গোপন সংবাদের ভিত্তিতে কাটিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে হাজারী ফ্যাশন ও রিয়ান ফ্যাশন নামের দুটি দোকানে নকল ও অবৈধ প্রসাধনী বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠান দুটোকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 
 
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, কাটিগ্রাম ও আটিগ্রাম বাজারের ব্যবসায়ীদের সর্তক করা হয় এবং ক্রেতা সাধারণকে পণ্যের বিষয়ে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 
 
জেপি নিউজ২৪ ডটকম/শরিফুল