logo
আপডেট : 07, May 2023 13:41
আমিরের গজনী-২ আসছে!

আমিরের গজনী-২ আসছে!

লাল সিং চাড্ডা বক্স অফিসে তেমন ব্যবসা সফল হয়নি। যার জন্য কিছুদিন যাবত নিজেকে সিনেমা থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। তবে সম্প্রতি জানা গেছে সামনে বড় একটি ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গজনীর সিক্যুয়াল নিয়ে গত সপ্তাহে তেলেগু সিনেমা প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে সিক্যুয়াল নির্মাণের বিষয়টি শতভাগ নিশ্চিত না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে গজনীর বিখ্যাত ‘সঞ্জয় সিংঘানিয়া’ চরিত্রের ওপর ভিত্তি করে খুব শিগ্গিরই একটি ফাইনাল স্ক্রিপ্টও তৈরি করা হবে।

তবে সিক্যুয়াল নির্মাণ সম্পর্কিত কাজটি খুবই গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। ২০০৮ সালে মুক্তি পাওয়া গজনী সিনেমার বাজেট ছিল ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছিল।

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক