logo
আপডেট : 07, May 2023 13:06
রদ্রিগোর গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

রদ্রিগোর গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

৯ বছর পর কোপা দেল রে টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এরই সাথে নিজেদের ২০তম কোপা দেল রে জিতে নিল লস ব্লাঙ্কোসরা।

এবারের ফাইনালে দানি কারভাহাল বাদে মাদ্রিদ স্কোয়াডের বাকি ১০ জন খেলোয়াড়ই স্পেনের বাইরের। কোপা দেল রে-র ১২০ বছরের ইতিহাসে ফাইনালে এমন একাদশ গড়া প্রথম দল রিয়াল মাদ্রিদ, এবং আনচেলত্তি তাতে সফল।
সেভিয়ায় শনিবার রাতের ফাইনাল ম্যাচের শুরু থেকেই ওসাসুনাকে চেপে ধড়ে রিয়াল। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ২ মিনিটের মাথায় গোলের দেখা পেয় যায় ব্রাজিলিয়ন তারকা রদ্রিগো। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে কাট-ব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের শটে বল জালে পাঠান রদ্রিগো। এরপরে নিজেদের অবস্থান শক্ত করে ওসাসুনা। প্রথমার্ধে আর কোন দলই গোলের দেখা পায়নি।


দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ওসাসুনার হয়ে ১৩ মিনিট পর লুকাস তোরো পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে নিচু শটে ওসাসুনাকে সমতায় রাখেন। তবে শেষ রক্ষা হয়নি। ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। বাঁ দিকের বাইলাইন থেকে ভিনিসিউসের কাট-ব্যাক ক্লিয়ার করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ওসাসুনা। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো। সেখান থেকেই গোল।

এরপর অনায়াসেই ২-১ গোলে ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এইবার প্রথম কোপা দেল জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। 

এই সপ্তাহেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লীগ জেতার মিশনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে কার্লো আনচেলেত্তির দল। তার ঠিক আগে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ে মানসিক ভাবে চাঙ্গা থাকবে রিয়াল।

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক