logo
আপডেট : 06, May 2023 15:16
শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গাজীপুরের সালনা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিল্টন মাসুদ (৪৫), শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)। অপহরণকারীরা স্কুল, মার্কেট, কোচিং কিংবা মাদরাসার সামনে ওত পেতে থাকতো।

কোনো শিশুকে একা পেলেই তার সঙ্গে আত্মীয়-বন্ধু পরিচয় দিতো তারা। এভাবে কৌশলে অপহরণ করা হতো শিশুদের। চক্রটি এ পর্যন্ত চক্রটি প্রায় ৫০০ বেশি  শিশু অপহরণ করেছে। অবশেষে এই চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার দুপুরে উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম জানান, গত ২৪ মার্চ উত্তরার ৪ নাম্বার সেক্টরের হলি ল্যাবের সামনে থেকে শাহিন শেখ নামে ৬ বছরের এক শিশু হারিয়ে যায়। পরে এ ঘটনায় জিডি করা হয় উত্তরা পূর্ব থানায়। জিডি তদন্তের সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এই চক্রের মূল হোতা মিল্টন মাসুদ ও তার সহযোগী শাহীনুর রহমান। তারা দীর্ঘদিন ধরে স্কুল, বাজার, রেস্টুরেন্টসহ নানা জায়গায় একা থাকা ও বাবা মায়ের সাথে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে কৌশলে অপহরণ করত। পরে তাদের পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকের (বিকাশ, নগদ) মাধ্যমে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করত। চক্রের বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক