logo
আপডেট : 02, May 2023 17:12
অবশেষে বিয়ে করলেন সালমান মুক্তাদির

অবশেষে বিয়ে করলেন সালমান মুক্তাদির

জেপিন নিউজন ২৪ ডটকম:

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির।

আজ মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই বিয়ের তথ্য জানিয়েছেন সালমান। তবে বিয়ের ব্যাপারে তেমন কিছু না জানালেও শোনা যাচ্ছে গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি।

ফেসবুকে স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

একাধিক প্রেম নিয়ে সব সময় আলোচনায় থেকেছেন সালমান মুক্তাদির। তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল প্লে-বয় তকমাটিও। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। করলেন বিয়ে, থিতু হলেন এক নারীতে।

এদিকে ছবিগুলোর নিচে নানা ধরণের মন্তব্য করছেন নেটিজেনরা। শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরাও। নবদম্পতির সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

জেপিন নিউজন ২৪ ডটকম/ডেস্ক