logo
আপডেট : 30, April 2023 07:51
বজ্রপাতে ৫ জেলায় ৬ জনের মৃত্যু

বজ্রপাতে ৫ জেলায় ৬ জনের মৃত্যু

জেপি নিউজ ২৪ ডটকম:

দেশে বজ্রপাতে পাঁচ জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এদের মধ্যে নেত্রকোনায় একজন, যশোরে একজন, বগুড়ায় একজন, পাবনায় দুজন ও বরগুনায় একজনের মৃত্যু হয়।

যশোর

জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামে ক্ষেতের ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বছির উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বছির উদ্দীন ওই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাট-বারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ধানের শুকানো খড় বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মোস্তফা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

বগুড়া

জেলার নন্দীগ্রাম উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে লোকমান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার বিকেলে উপজেলার বুরইল ইউনিয়নের সিংজানি ময়নাখা গ্রামে এ ঘটনা ঘটে। 

বরগুনা 

পাথরঘাটা উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে খলিল মৃধা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত খলিল মৃধা (৬০) চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকার লেহাজ উদ্দিন মৃধার ছেলে।

পাবনা

পাবনার আটঘরিয়া এবং সুজানগর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বজ্রপাতে মৃতরা হলেন আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮) এবং সুজানগর উপজেলার চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে মো. মনিরুজ্জামান (৪২)। এরমধ্যে এনামুল পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মনিরুজ্জামান পেশায় কৃষক ছিলেন। 

জেপি নিউজ ২৪ ডটকম/শ