logo
আপডেট : 28, April 2023 17:40
ঈদের পরও মুরগির বাজারে আগুন

ঈদের পরও মুরগির বাজারে আগুন

জেপি নিউজ ২৪ ডটকম: 

রমজানে বেড়েছিল ব্রয়লার মুরগির দাম। ভোক্তা অধিকারের তৎপরতায় মাঝে কয়েকদিন দাম কমলেও ঈদুল ফিতরে মুরগির চাহিদা বাড়ার সাথেসাথে দাম আবারো বেড়ে যায়।

সাধারণ মানুষের আশা ছিল প্রতি ঈদের মতো এবারও ঈদের কিছুদিন পর হয়তো কমতে পারে মুরগি সহ অন্যান্য জিনিসপত্রের দাম। তবে ঈদের পাঁচ দিন পার হযে গেলেও এখনো দাম কমেনি মুরগির। আগের বাড়তি দামেই মুরগি বিক্রি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে। লেয়ার মুরগি ৩৫০ টাকা এবং সোনালি জাতের মুরগি ৩৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রাজধানীর বাইরের বাজার গুলোতেও দেখা গেছে অনেকটা একই চিত্র।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যাওয়ার পর এখনো পুরোপুরি ঢাকায় ফিরে আসেনি মানুষ। ফলে বিক্রি কম হচ্ছে, বাজারও আগের মতো জমে উঠছে না। তা ছাড়া মুরগির আমদানি কম হওয়ায় দাম কমানো যাচ্ছে না।

ক্রেতারা বলেন, ঈদের আগের দাম আর এখনকার দামের তেমন কোন পার্থক্য নেই। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি। তাদের অভিযোগ, মুরগি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। এখানে সরকারেরও কিছুটা গাফিলতি রয়েছে। এটা শক্তভাবে মনিটরিং করলে অবৈধভাবে এভাবে দাম বাড়াতে পারতেন না ব্যবসায়ীরা।

মুরগির দাম কমেনি কেন এমন প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, মুরগির পাইকারি ব্যবসায়ীরা ঈদের সময় থেকে মুরগির দাম বাড়িয়েছে। খুচরা ব্যবসায়ীদের আগে যে মুরগি কিনতে হতো ২০৭ টাকা কেজিতে, এখন তা কিনতে হচ্ছে ২৪৭ টাকা কেজিতে। এ কারণে ২৫০ বা ২৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে একেকটি মুরগি।

এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজ-আদা সহ কিছু মুদি পণ্যের দাম। অনেকটা অপরিবর্তিত আছে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম।

জেপি নিউজ ২৪ ডটকম/শ