logo
আপডেট : 19, April 2023 12:51
তীব্র তাপপ্রবাহের মধ্যে কম্বল বিতরণে সমালোচনার মুখে তৃণমূল নেতা

তীব্র তাপপ্রবাহের মধ্যে কম্বল বিতরণে সমালোচনার মুখে তৃণমূল নেতা

জেপিনিউজ২৪ডটকম: 

প্রচণ্ড গরম ও দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বাংলাদেশ, ভারত, মালয়েশিয়াসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। ইতোমধ্যে ভারতের কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের জন্য উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

এমন কঠিন পরিস্থিতিতেও দেশটির পশ্চিমবঙ্গের নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা বিমলেন্দু সিং রায় দরিদ্র মানুষের কম্বল বিতরণ করেছেন। এতে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন ওই নেতা। 

তপ্ত রোদের তাপে এলাকার মানুষ যখন হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র পানিকষ্টে ভুগছেন। এসময় তাদের পানির ব্যবস্থা না করে হঠাৎ তিনি কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন

সাধারণ মানুষের মুখেমুখে। এমন অদ্ভুতকাণ্ডে অবাক হয়েছেন অনেকেই। অবশ্য সব বিতর্ক উড়িয়ে দিয়ে বিমলেন্দু সিং রায়ের দাবি, “যাদের সমালোচনা করা অভ্যাস তারা সমালোচনাই করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। তাই সাধারণ মানুষের কাজে লাগানোর সুবিধার্থেই এগুলো দিয়েছি।” সূত্র: আনন্দবাজার 

 

জেপিনিউজ২৪ ডটকম/শ