logo
আপডেট : 15, April 2023 22:00
যত্রতত্র অ্যান্টিবায়েটিক ব্যবহার রোধে আইন হচ্ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

যত্রতত্র অ্যান্টিবায়েটিক ব্যবহার রোধে আইন হচ্ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

জেপি নিউজ ২৪ ডটকমঃ

যত্রতত্র অ্যান্টিবায়েটিক ব্যবহার রোধে আগামী সংসদেই আইন পাস হচ্ছে। আইনে রয়েছে কঠোর শাস্তির বিধান।তাই চিকিৎসকদের এ বিষয়ে এখন থেকেই সজাগ থাকতে হবে।

শনিবার(১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের ৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৮ মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও সকল মেডিকেল কলেজে ই-লাইব্রোরির ফলে দেশের চিকিৎসা শিক্ষায় নব দিগন্তের দ্বার উন্মোচিত হলো।এর ফলে মেডিকেল শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে, বিশ্বমানের ডাক্তার হতে পারবেন।

তিনি আরও বলেন, যেভাবে চিকিৎসায় স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে।একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না।

জাহিদ মালেক বলেন, নানা কারনে চিকিৎসক ও নার্সদের পদোন্নতি বন্ধ ছিলো। সব জটিলতা কেটেছে শীঘ্রই তাদের পদোন্নতি হবে।একই সাথে দেশের সকল হাসপাতালে শুন্যপদ গুলোও পুরণসহ নতুন করে দক্ষ জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, 'দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরী চালু হওয়ার মধ্য  দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাএখন  ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পাবে। উন্নত দেশগুলোর মতো  আমাদের দেশেও এই সুবিধা পেতে শুরু করলো। এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও চালু হবে।'

তিনি বলেন, এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেছেন,'এবছরেই দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে।

জাহিদ মালেক বলেন, 'রোগী ও রোগীর স্বজনরা বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানাধরণের হয়রানীর শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবের জন্য আমরা বৈকালিক চিকিৎসাসেবার কথা চিন্তা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশাকরি এবছরের সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে।'

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রীনালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত  সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জাকির হোসেন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা: আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা: মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী প্রমুখ।

জেপি/নি ১৫/ডেস্ক