logo
আপডেট : 15, April 2023 17:04
জাপানের প্রধানমন্ত্রীর ওপর বোমা হামলা

জাপানের প্রধানমন্ত্রীর ওপর বোমা হামলা

জেপি নিউজ২৪ ডটকম:

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। 

শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় এক জনসমাবেশে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে ’স্মোক বোম্ব’ বা ধোঁয়ার বোমা ছোড়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী জানায়, সে একজন ব্যক্তিকে কিছু নিক্ষেপ করতে দেখেছিল। আরেক প্রত্যক্ষদর্শী ভাষ্যমতে, সে বিকট শব্দ শুনতে পেয়েছিল। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত কোনো ক্ষতি হয় না।

জাপানের বার্তা সংস্থা কিয়োডোতে প্রকাশিত খবরের বরাত দিয়ে আজ শনিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।স্থানীয় একটি উপনির্বাচনে ক্ষমতাসীন এলডিপির প্রার্থীর জন্য প্রচার চালাতে ওই জনসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী কিশিদা।

এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

 

জেপিনিউজ২৪ডটকম/শ