logo
আপডেট : 15, April 2023 12:59
সৌদি-হুথি বন্দি বিনিময়, মধ্যপ্রাচ্যে শান্তির আভাস

সৌদি-হুথি বন্দি বিনিময়, মধ্যপ্রাচ্যে শান্তির আভাস

জেপি নিউজ ২৪ ডটকম:

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। শুক্রবার উভয় পক্ষের প্রায় ৯০০ বন্দিকে মুক্তি এবং বিনিময় করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। গত ৯ বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতের পর যা এবারই প্রথম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার দুপুরের দিকে প্রথম দু’টি ফ্লাইট একযোগে সরকার-নিয়ন্ত্রিত শহর এডেনে ৩৫ জন এবং হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ১২৫ জনকে নিয়ে অবতরণ করেছে।

বন্দি বিনিময়ের এই ঘটনাকে সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মাঝে চলমান শান্তি আলোচনায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বন্দিদের মুক্তি এবং বিনিময়ের প্রক্রিয়া ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিআরসি। আগামী কয়েক দিন ইয়েমেন ও সৌদি আরবের ছয়টি শহরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে যাওয়ার জন্য তাদের (আইসিআরসি) বিমানগুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, ‘বৃহত্তর রাজনৈতিক সমাধানের জন্য বন্দিদের এই মুক্তি আমাদের গভীর আকাঙ্ক্ষা তৈরি করেছে।’ বৃহস্পতিবার সৌদি আরবের একটি প্রতিনিধি দল সানায় হুথি বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনা শেষ করেছে। বৈঠক শেষে উভয় পক্ষের কর্মকর্তারা বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয়ে মতপার্থক্য দূর করার জন্য আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

ইয়েমেনের দীর্ঘদিনের এই যুদ্ধকে সৌদি আরব এবং ইরানের মধ্যে ‘প্রক্সি যুদ্ধ’ হিসাবে দেখা হয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সানার দখল নেয়। পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

 

জেপি নিউজ২৪ ডটকম/শ