logo
আপডেট : 15, April 2023 12:57
আইপিএলের থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা সৌদি আরবের

আইপিএলের থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা সৌদি আরবের

জেপিনিউজ২৪ ডটকম:

ভারত কে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের চেষ্টা করছে সৌদি আরব। যদি তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে তাহলে এটাই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগ। 

ক্রিকেটে সৌদি আরবের বিনিয়োগের আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেছিলেন, ‘আপনি যদি অন্যান্য খেলা দেখেন তাহলে সৌদি আরব সে সবের সঙ্গে জড়িত, আমি কল্পনা করতে পারি যে ক্রিকেট এমন একটি জিনিস যা তাদের কাছে আরও আকর্ষণীয় হবে।’ 

এ বিষয়ে আইপিএলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন সৌদির একটি প্রতিনিধি দল। ভারতের ক্রিকেটাররা আইপিএল ছাড়া বিশ্বের অন্য কোন ফ্র্যাঞ্জাইজি লিগে খেলতে পারেন না। কিন্তু সৌদি আরবের প্রস্তাবিত এই টুর্নামেন্টে ভারতের খেলোয়াড়েরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতের কোনো ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে অংশ নিতে পারবেন না। আর যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে আইসিসি ও সদস্যদেশগুলোর অনুমোদনও লাগে।

সাম্প্রতিক সময়ে খেলাধুলায় মনোযোগী হয়েছে মোহাম্মদ বিন সালমানের দেশ। সৌদি ফুটবল লিগকে আকর্ষণীয় করতে কাজ করছে সৌদি আরব। ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি লিগে এনেছে, মেসিসহ আরও ৫০ এলিট ফুটবলার কিনতে চায় তারা। এবার তারা আইপিএলের থেকেও বড় লিগের আয়োজন করার চেষ্টা করছে। এর মূল কারণ হলো সৌদি আরবের তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী করা।

 

জেপি নিউজ২৪ ডটকম/শ