logo
আপডেট : 12, April 2023 14:21
গোপন নথিপত্র ফাঁশ হওয়ায় ইউক্রেনে ব্যাপক হামলা

গোপন নথিপত্র ফাঁশ হওয়ায় ইউক্রেনে ব্যাপক হামলা

জেপি নিউজ ২৪ ডটকম:

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ব্যাপক বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে ইউক্রেনে এমন জোরালো হামলা চালাল রাশিয়া।

ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, রুশ সেনারা মঙ্গলবার পূর্ব দোনেৎস্ক অঞ্চলে ব্যাপক আক্রমণ চালিয়েছে। হামলায় সেসব অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সগুলোর সেনা সদস্যরা গোপনে ইউক্রেনে অবস্থান করার খবরেই মূলত চোটেছে রাশিয়া।

ফাঁস হওয়া গোপন  নথিগুলোর মধ্যে ২২ মার্চের একটি নথিতে ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের একজন সেনা অবস্থান করছেন বলে উল্লেখ রয়েছে। তবে ওই নথিতে ইউক্রেনের কোন অঞ্চলে এসব সেনারা অবস্থান করছেন সে বিষয়ে কিছু বলা নেই।

এদিকে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্য। তবে দেশটি জানিয়েছে, যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে, ‘এগুলো মারাত্মক পর্যায়ের ভুল’ তথ্য। তারা আরো উল্লেখ করে এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে। কিছু কিছু জায়গায় আসল তথ্য মুছে দিয়ে নকল তথ্য জুড়ে দেওয়া হয়েছে।

ফাঁস হওয়া এসব নথিতে, উভয় পক্ষে কতজন হতাহত হয়েছে, দু'পক্ষের সামরিক দুর্বলতাগুলো কী এবং বিশেষ করে তাদের সামরিক শক্তির দিকগুলো কী হতে পারে, এসব বিষয় সহ অনেক স্পর্শকাতর বিষয়ের উল্লেখ আছে। এসব তথ্য ফাঁস হলো এমন এক সময় যখন ইউক্রেন তাদের বহু প্রত্যাশিত বসন্তকালীন পাল্টা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।

জেপি নিউজ/শ