logo
আপডেট : 10, April 2023 15:40
ফ্রান্সের আল্পসে তুষারধসে ৪ জনের মৃত্যু

ফ্রান্সের আল্পসে তুষারধসে ৪ জনের মৃত্যু

জেপি নিউজ ডেস্ক:  

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন এবং নিখোঁজ রয়েছে আরো ২ জন।

গককাল রবিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, ৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কি কারণে এ ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ওই চারজন ছাড়াও আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে। পাশপাশি তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। 

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ তুষারপাত ঘটেছে। তিনি আরো বলেন, তুষার ধসে যারা মারা গেছেন, তারা সবাই অনেক অভিজ্ঞ পর্বতারোহী ও গাইড ছিলেন। তারা আমাদের পরিচত লোক। তাদের এমন আকষ্মিক মৃত্যুতে আমরা চরম শোকাহত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতরা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধানকারী কুকুর ও উদ্ধারকারীদের দল সারাদিন অভিযান চালিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালায়। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান সোমবার (১০ এপ্রিল) আবার শুরু হবে বলে জানানো হয়েছে। ২০১৪ সালে একই হিমবাহে তুষারধসে দুই ভাই মারা গিয়েছিলেন। তারা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন ও আরোহণের জন্য যথেষ্ট প্রস্তুতি তাদের ছিল।