logo
আপডেট : 10, April 2023 14:27
ভারতের তিন রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

ভারতের তিন রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

জেপি নিউজ ডেস্ক: 

নতুন করে ভারতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এরইমধ্যে বিভিন্ন রাজ্যে অনেক নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনটি রাজ্যে আবারও ফিরিয়ে আনা হয়েছে করোনাবিধি। রাজ্য তিনটি হলো, কেরালা, হরিয়ানা ও পুদুচেরি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এসময় রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্য সুবিধাগুলোর প্রস্তুতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি। 

কেরালায় অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য প্রশাসন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, করোনায় সাম্প্রতিক মৃতদের বেশিরভাগেরই বয়স ৬০ বছরের বেশি।

করোনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উন্মুক্ত স্থানে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে হরিয়ানা সরকার। শনিবার এ বিষয়ে নির্দেশনা জারি করে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সংক্রমণ ঠেকাতে পুদুচেরিতেও উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, আতিথেয়তা ও বিনোদন খাত, সরকারি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। সরকারের তরফ থেকে এসকল নির্দেশনার পাশাপাশি জনগনকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

জেনি নিউজ ২৪ডটকম /শ