logo
আপডেট : 09, April 2023 15:47
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় চলছে ইলিশের পোনা নিধন

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় চলছে ইলিশের পোনা নিধন

নিজস্ব প্রতিবেদক:     

সরকার ঘোষিত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ,পরিবহন,ক্রয়-বিক্রয়,মজুদ, বাজারজাতকরণ আইনত দন্ডনীয় অপরাধ। কিন্ত এই আইন যেন হাতে কলমেই সীমাবদ্ধ, প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এছারা গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে পদ্মার বিভিন্ন স্থান ঘুড়ে দেখা যায়,মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদীতে কাঞ্চনপুর,বাল্লা,লেছড়াগঞ্জের হরিণাঘাট, ধুলশুরার হাতিঘাটা,আন্ধারমানিক পদ্মানদীর মাঝে নিষিদ্ধ কারেন্ট জাল ও মশারী জালের ব্যাড় দিয়ে নির্বিঘ্নে জাটকা,ইলিশের পোনা আহরণ করছে জেলেরা । আর এসব পোনা প্রতিদিন ভোরবেলায় বিভিন্ন আড়তে প্রকাশ্যেই ক্রয়-বিক্রয় হচ্ছে। 

আজ ৯ এপ্রিল রবিবার, আন্ধারমানিক বাজার থেকে ইলিশের পোনা ক্রয় করে নিয়ে যাওয়ার সময় একজন ক্রেতা জানায়, ১০০ টাকা দিয়ে একভাগ ইলিশের পোনা কিনে আনলাম। দাম কম আর খেতেও নাকি সুস্বাদু।

আন্ধারমানিক বাজারে ইলিশের পোনা বিক্রয় করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ ব্যবসায়ী জানান, পদ্মানদী থেকে জেলেরা এই ইলিশের পোনা মারে, সকালে আন্ধারমানিক আড়তে এসে ডাকে বিক্রি করে, আমরা তা কিনেছি, এখন বাজারে বিক্রি করছি। আমাদের কি দোষ। যাদের দেখার, তারা তো দেখে না। ইলিশের পোনা বিক্রয়ের ছবি তোলা দেখে তড়িঘড়ি করেই লুকিয়ে ফেলে পোনাগুলো, নিউজ প্রকাশ না করার জন্য ম্যানেজ করার করার চেষ্টা করেও ব্যর্থ হয় এই মাছ ব্যবসায়ী।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, আমি এখনই ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে বলে দিচ্ছি ।