logo
আপডেট : 09, April 2023 13:53
মেসি-রামোসের গোলে জয়ে ফিরল পিএসজি

মেসি-রামোসের গোলে জয়ে ফিরল পিএসজি

জেপি নিউজ ডেস্ক:

আবারও সেই পরিচিত ছন্দে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি । ম্যাচের ২৬ মিনিটে প্রতিপক্ষ নিসের জালে বল জড়ান তিনি। কিন্তু এর পরপরই শক্ত আবস্থানে ফিরতে শুরু করে নিস। তবে অনেক চেষ্টার পরও গোলের দেখা পায়নি নিস। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে মেসির কর্নার থেকে লাফিয়ে হেডে বল জালে জড়ান রামোস। ০-২ ব্যাবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্ট। ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯, দ্বিতীয় স্থানে থাকা লাস ৬ পয়েন্ট পেছনে।

এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের সাথে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হলো ৬। এই জয়ে লিগ ওয়ানে রেনে ও লিঁর কাছে টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।

খেলার ২৬তম মিনিটে মেন্দেসের ক্রস এক ডিফেন্ডার ব্লক করার পর বল ফিরে আসে তার পায়েই। এবারের ক্রসে শরীর কিছুটা ঘুরিয়ে মেসির নেওয়া বাঁ পায়ের শট খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষকেরে এখানে কিছু করার ছিল না। প্রথমার্ধের শেষ দিকে পিএসজির রক্ষণে দফায় দফায় কাঁপন ধরায় নিস। দুটি ভালো সুযোগও তৈরি করে দলটি। কিন্তু পোস্টের নিচে দোন্নারুম্মা ছিলেন পাহাড়সমান দৃঢ়তা নিয়ে।

প্রথম অর্ধের শেষের আক্রমণ দ্বিতীয়ার্ধের শুরুতেও জারি রাখে নিস। তবে দোন্নারুম্মার দুর্দান্ত গোলকিপিংয়ে একাধিকবার পার পেয়ে যায় পিএসজি। ছয় মিনিট পর বক্সের একটু উপর থেকে ইউসুঢ নাদায়িশিমিয়ির দারুণ একটি শট ঝাঁপিয়ে ফেরান দোন্নারুম্মা। ৭০তম মিনিটে কর্নারে অরক্ষিত জ্যঁ-ক্লেয়ার তদিবোর হেড কোনোমতে বাহু দিয়ে আটকে আবারও ত্রাতা এই গোলরক্ষক।

৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। মেসির কর্নার অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন সের্হিও রামোস। নিসের চাপ সামলাতে ব্যস্ত থাকা পিএসজি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু আশরাফ হাকিমির থ্রু বল গোলরক্ষক ফেরালে পেয়ে যান এমবাপে। ক্রসবারের উপর দিয়ে মেরে হেলায় হারান সুবর্ণ সুযোগ। চলতি লিগে এটি নিসের দ্বাদশ হার। ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা।