logo
আপডেট : 09, April 2023 13:09
নামাজে গিয়ে উপার্জনের শেষ সম্বল হারালেন রেজাউল

নামাজে গিয়ে উপার্জনের শেষ সম্বল হারালেন  রেজাউল

জেপি নিউজ ডেস্ক:

রোজগারের একমাত্র সম্বল ইজিবাইক চালিয়ে কোনো রকম বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও তিন সন্তানের খরচ যোগাতেন রেজাউল হক (৪৫)। সেই সম্বল হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে বসে কাঁদছেন তিনি। এখন কি করে চলবে সংসার ,বৃদ্ধ বাবা-মা,স্ত্রী আর তিন সন্তানেরা কি খেয়ে বাচবে । ইজিবায়াইক হাড়িয়ে এভাবেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

রেজাউল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের পুরাতন গোরস্থানপাড়ার ওমর আলীর ছেলে। জানা গেছে, গতকাল শনিবার (৮এপ্রিল) চুয়াডা ঙ্গা শহরের বাসস্ট্যান্ড এলাকার মসজিদের সামনে নিজের ইজিবাইক রেখে জোহরের নামাজ আদায় করতে যান রেজাউল হক । নামাজ শেষে এসে দেখেন তার ইজিবাইকটি নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ইজিবাইকটি। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরে পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় তালা ভেঙে ইজিবাইকটি কেউ একজন চুরি করে নিয়ে যাচ্ছে। এরপরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী রেজাউল হক বলেন,জোহরের নামাজ আদায় করতে শহরের বাসস্ট্যান্ড এলাকার মসজিদের সামনে ইজিবাইকটি তালা মেরে রাখি। নামাজ শেষে এসে দেখি ইজিবাইকটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাইনি।

তিনি আরও বলেন, আমার নিজস্ব কোনো জমি নাই। থাকার জন্য শুধু বাড়িটাই আছে। বছর দুই আগে পুরনো ইজিবাইকটি কিনেছিলাম। এটার উপার্জন দিয়ে বৃদ্ধ বাবা-মা স্ত্রী ও তিন সন্তানের খরচ চালাই আমি। এখন আমি কি করব বলে কান্নায় ভেঙে পড়েন ।  তিনি যেন নতুন এরকম আরেকটি ইজিবাইক কিন্তে পাড়েন  এ জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, ভুক্তভোগী রেজাউল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা করছি।