মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমী নিজের জীবনের শেষ কিছু ইচ্ছের কথা সবার কাছে জানিয়েছেন। যেখানে তিনি তার মনের ইচ্ছা বলেছেন, হজ করতে চান তিনি। সেইসঙ্গে সকলের কাছে মৌসুমী আকুতি করে বলেন , তার মৃত্যুর পরে যেনো তার অভিনীত সকল সিনেমা, ভিডিও, ছবিগুলো একসাথে সব জায়গা থেকে ডিলিট করে দেওয়া হয়। সেইসঙ্গে তার লাশও যেনো কাউকে দেখানো না হয় এই অনুরোধ করেন ।
মৌসুমীর এই বক্তব্যর পর নানার প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সব জায়গায় । যেখানে তার এই সিদ্ধান্ত নিয়ে কথা বলতে দেখা গেছে অনেক বড় বড় মানুষকে । এবার সেই উদাহরন টেনে কথা বলেছেন ইসলামিক গবেষক ও আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর মত মানুষও । শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে মৌসুমী প্রসঙ্গে অনেক কথা বলেন তিনি।
মৌসুমীর সে স্টাটাস নিয়ে আজহারী বলেন, আমার যে বোন সোশ্যাল মিডিয়াতে এসে যে আকুতি পেশ করেছেন, তার লাশ যেন কাউকে না দেখানো হয়। মৃত্যুর পর যেন ভিডিও ডিলিট করে দেওয়া হয়। তার (মৌসুমী) দিকে খেয়াল করে অন্যান্য বোন তাদের লাইফস্টাইল নিয়ে একটু ভেবে দেখবেন। আমাদের দেশের অনেক বোনকে দেখেছি এবং ভারত ও পশ্চিমা বিশ্বের অনেক বোনকে দেখেছি, তারা সঠিক পথে ফিরে এসেছেন। অশ্লীলতার পথ থেকে ফিরে এসেছেন।