logo
আপডেট : 07, April 2023 14:31
বেতন না পেয়ে বিএফডিসি কর্মীদের স্মারকলিপি 

বেতন না পেয়ে বিএফডিসি কর্মীদের স্মারকলিপি 

জেপি নিউজ২৪ ডটকম:

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি ‘র) ২২৪ কর্মী তিন মাস ধরে বেতন–ভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন । কর্মীরা জানায় তিন মাসের বেতন এখনো দেয়া হচ্ছেনা । প্রতিষ্ঠানটিতে ২২৪ কর্মী গত তিন মাসে কোনো বেতন পায়নি । 

এই অভিযোগে গতকাল বৃহস্পতিবার (৬এপ্রিল) বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের কাছে বেতন ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কর্মীরা । এর পাশাপাশি তারা আন্দোলনও করেছেন । ঈদের আগে বেতন–ভাতা পাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, আগামী রোববার লিখিতভাবে স্মারকলিপি জমা দেবেন; ঈদের আগে বেতন না পেলে প্রয়োজনে মানবন্ধনের ডাক দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে এফডিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান মাঝেমাঝে দু-চারটি বিজ্ঞাপনের শুটিং থেকে ৩০-৪০ হাজার টাকা হয়, যেখানে আগে মাসে ৮০ লাখ থেকে কোটি টাকাও হতো কিন্তু এখন এফডিসিতে কাজ হয় না। 

ফলে আয় হচ্ছে না। এফডিসিকে আবার স্বাবলম্বী করতে সরকার ৩২২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প হাতে নিয়েছে; কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হলে এফডিসির আয় বাড়ার আশায় দিন গুনছেন কর্মীরা। এর নির্মাণকাজ শেষ হতে আরও বছর দুয়েক লাগতে পারে বলে ধারণা করা যাচ্ছে। 

জেপিনিউজ২৪ডটকম/বিনোদন/শ