logo
আপডেট : 07, April 2023 12:44
‌ব্রাজিলকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আর্জেন্টিনা

‌ব্রাজিলকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আর্জেন্টিনা

জেপিনিউজ২৪ ডটকম: ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ের। ব্রাজিলকে পেছনে ফেলে এবার  ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আর্জেন্টিনা। এমনটি জানিয়েছে ফিফা

 ২০১৭ সালের এপ্রিলে প্রতিবেশী ব্রাজিলের কাছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব খুইয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার মত একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে ব্রাজিল নেমে গেছে তিন এ | ‍ র‌্যাঙ্কিংয়ের ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্জেন্টিনা দুইয়ে ওঠা ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫ এবং ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.২১ ‌।  র‌্যাঙ্কিংয়ের  সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ আগের মতোই ১৯২ নম্বরে রয়েছে।

 

জেপিনিউজ২৪ডটকম/শ